বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
কাঠালিয়া-রাজাপুর-ঝালকাঠি রুটে বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের পিছনে উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।
কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি এর আয়োজন করে।