বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন ও বিশিষ্ট সমাজসেবক এ্যাডভোকেট আজাদুল ইসলামের সহযোগিতায় স্থানীয় দরিদ্র ও শীতার্ত নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
প্রেসক্লাব সভাপতি সিকদার মো. কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. মাসুদউল আলম, ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো. আবদুল হালিম।
এসময় কাঠালিয়া বার্তা’র সম্পাদক, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক, যুগান্তর ও জিটিভি’র প্রতিনিধি মো. শহীদুল আলম, ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও বরিশালের আজকের বার্তা’র প্রতিনিধি খাইরুল আমিন ছগির, কাঠালিয়া বার্তা’র নিউজ এডিটর, একাত্তর টিভি ও দৈনিক আজকের পত্রিকা‘র কাঠালিয়া প্রতিনিধি মো. সাকিবুজ্জামান সবুর, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও বিজয় টিভি, অনলাইন ঢাকা প্রকাশ এর প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশ, নব অভিযান পত্রিকার প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন সিকদার, মোহনা টিভির প্রতিনিধি মোঃ মাছুম বিল্লাহ, আমাদের সময় প্রতিনিধি মহসিন খান, সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মাছুম বিল্লাহ জুয়েল, বাংলাদেশের খবর প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।