বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় দিনব্যাপি প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার প্রাণী সম্পদ দপ্তর ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের আয়োজনে ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এবং প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ণ প্রকল্প সহযোগীতায় উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ দেবেন্দ্র নাথ সরকার। উদ্ধোধনী ও পুরুস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ, পরিসংখ্যান অফিসার মো.মিজানুর রহমান, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন খান, সাধারন সম্পাদক মাসুদুল আলম, নির্বাহী সদস্য মোঃ আবদুল হালিম। বক্তব্য রাখেন খামারী মোঃ খলিলুর রহমান ও রাজা মিয়া প্রমূখ। সভায় ৫০টি ষ্টল প্রদর্শিত হয়।