শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে জান্নাতি আক্তার (১২) নামের এক ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি আক্তার ওই গ্রামের আবুল কালাম হাওলাদারের মেয়ে ও ছোনাউটা এস এইচ বালিকা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহত জান্নাতির পিতা আবুল কালাম জানান, শনিবার সন্ধ্যায় জান্নাতি পাশ^বর্তী তার নানা বাড়িতে বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। এসময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল তার উপর ভেঙ্গে পড়ে। এতে গুরুতর আহত হয় জান্নাতি। পরে তাকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, জান্নাতি ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে মারা যাওয়ায় ভান্ডারিয়া থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।