বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় সামাজিক আন্দোলন কাঠালিয়া’র আয়োজনে কাঠালিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ (সিজন ১) শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (০২ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
প্রধান অতিথি’র বক্তব্য শেষে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী বামনা উপজেলা একদশ ও স্পেশাল ফ্রেন্ডস ক্লাব বেতাগীর খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করছে।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস, জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু, সামাজিক আন্দোলন কাঠালিয়ার সভাপতি মোঃ তুহিন সিকদার ও সাধারণ সম্পাদক ইস্রাফিল তালুকদারসহ ক্রিকেট প্রিয় দর্শকরা উপস্থিত ছিলেন।