বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা পরিষদ সংলগ্ন সংগঠনটির সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন।
সাবেক জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নাইমুর রহমান নাইম, কাঠালিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন বাচ্চু, মোঃ মনির সিকদার, মোঃ হানিফ খান প্রমুখ।
এসময় শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক ও সাংবাদিক আবদুল হালিম, সাংবাদিক মো. জাকির হোসেন, মো. সাকিবুজ্জামান সবুর, মো. জাহিদুল ইসলাম, মো. মাসুম বিল্লাহ জুয়েল, ইউপি সদস্য এইচএম নাসির উদ্দিন আকাশ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এম তারিকুজ্জান বুলুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।