বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা ছাত্রলীগকে সু-সংগঠিত ও গতিশীল করার লক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জানুয়ারী দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে উপজেলা ছাত্রলীগের আয়োজনে
এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়ালী) শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু-এমপি।
উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদ আহমেদ জিসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার, কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির, প্রধান বক্তা ছিলেন, ঝালাকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু, বিশেষ বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ. পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবু বক্কর জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম খান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ নেতা-কর্মীরা অংশ নেয়।