শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার চেঁচরী রামপুর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন মিজানুর রহমান (৩৮) ও সুমন হাওলাদার (২৯)।
ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, গত ১৮/০৩/২০২৩ খ্রিঃ তারিখ ঝালকাঠি পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল মহোদয়ের নিদের্শক্রমে গোয়েন্দা পুলিশ শনিবার রাতে কাঠালিয়ার চেঁচরী রামপুরে অভিযান চালায়। এসময় স্থানীয় সোহরাব হোসেন হাওলাদারের ছেলে মিজানুর রহমানের সেমিপাকা টিনসেট বসত ঘরের মধ্যে থেকে কসটেপ প্যাচানো ০৮(আট) কেজি মাদক গাঁজা তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জড়িতদের নাম জানায় পুলিশকে। পরে ডিবি পুলিশ ওই রাতেই ঝালকাঠি সদর উপজেলার বীরকাঠি গ্রামের হোসেন আলী হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তার ছেলে মাদক ব্যবসায়ী সুমন হাওলাদারকে আটক করে। জব্দকৃত আট কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ২০ হাজার টাকা রয়েছে।