শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ১৫০পিস ইয়াবাসহ মো. সজীব মুন্সী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার বিকেলে উপজেলা সদরের পশ্চিম আউরা এলাকা থেকে তাকে প্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সজীব মুন্সী উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের মো. কালাম মুন্সীর ছেলে।
কাঠালিয়া থানার উপপরিদর্শক (ডিউটি অফিসার) মো. মাহমুদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে গোয়েন্দা পুলিশ কাঠালিয়া বাজারের পশ্চিম আউরা এলাকায় অভিযান চালিয়ে সজীব মুন্সীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাইনুদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত সজীব মুন্সীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কাঠালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।