সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বই প্রেমীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা কচুয়া বাজার সংলগ্ন জানশরীফ গণগ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আতিকুর রহমান রুবেল এবং প্রধান বক্তা ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. খাইরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহীদুল আলম, সাংবাদিক মো. ফারুক হোসেন খান, মিরাজ খান প্রমূখ।
স্থানীয় সেচ্ছাসেবী সংঘঠন রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের এর উদ্যোগে সমাজ কল্যান মন্ত্রণালয় এবং সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার দেয়া হয়।