মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে গৌতম মন্ডলকে সভাপতি ও পবিত্র হালদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বুধবার সন্ধ্যায় বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় সেবাশ্রমে অনুষ্ঠিত নির্বাচনে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
ঝালকাঠি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট অমল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডাঃ অসীম কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক বাবু তরুন কর্মকার, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, জেলা পরিষদ সদস্য রেবা রানী মন্ডল ও শ্যামল চন্দ্র মন্ডল প্রমুখ।