বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় লকডাউনের দশম দিনে উপজেলার বেশির ভাগ দোকানপাটের শাটার খুলে চলছে বেচাকেনা।
বাস চলাচল বন্ধ থাকলেও দেদারসে চলাচল করছে মটর সাইকেল, রিকশা, অটোরিকশা ব্যাটারি চালিত যানবাহন।
উপজেলা সদর, আমুয়া, আওরাবুনিয়া, বটতলা, বিনাপানি, কচুয়ার কাঁচাবাজার ও মাছ বাজারগুলোতে মানুষের সয়লাব।
বাজারে আসা বেশির ভাগ মানুষই মানছে না স্বাস্থ্যবিধি। অনেকেই ব্যবহার করছে না মাস্ক।
প্রতিনিয়ত উপজেলায় সংক্রমণের হার বাড়লেও সামাজিক দূরত্ব মানার বালাই নেই সাধারণ মানুষের মধ্যে।
প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি থাকলেও রাত থেকে সকাল ১০টা পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।
তবে লকডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিনা কারণে বাইরে বের হওয়া ও দোকান খোলা রাখা এবং মাস্ক না পড়ার দায়ে জরিমানা করা হয়েছে অনেককে।
এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট এর নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।