মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় স্বামীর সাথে অভিমান করে হিমু বেগম (৫০) নামের গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। হিমু বেগম একই এলাকার কৃষক মোশারফ সিকদারের স্ত্রী এবং মৃত মকবুল জোমাদ্দারের মেয়ে।
স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. ফুর্তি বেগম জানান, সোমবার বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে স্বামী মোশারফের সাথে স্ত্রী হিমু বেগমের কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে ঘরে থাকা কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা হিমু। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক হিমু বেগমকে মৃত ঘোষণা করেন।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান, হিমু বেগমের বিষপানে আত্মহত্যার খবর পেয়ে আমি তাৎক্ষণিক ভান্ডারিয়া থানায় যাই এবং ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে কথা বলে ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুরে পাঠাতে মানবিকতার কারণে গাড়ি ভাড়া নিজ পকেট থেকে দিয়ে এসেছি।