বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় থেকে বিকাল ৪টায় পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। মোট ১৯৪ জন ভোটারের মধ্যে ১১২ জনে ভোট প্রদান করেছেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন।
যারা নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সালাম গাজী ৯৫ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন। মো. এনাজ সিকদার এনায়েত ৮০ ভোট পেয়ে ২য় স্থানে রয়েছেন, মো. চুন্নু ফকির ৭৮ ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছেন ও মো. সালাম ৭৩ ভোট পেয়ে ৪র্থ স্থানে রয়েছেন। এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সুমিত্রা রানী ৮৪ ভোট পেয়ে ১ম স্থানে রয়েছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, প্রিজাইডিং অফিসার হিসেবে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন -২০২২ এ দায়িত্ব পালন করছি। আলহামদুলিল্লাহ। সুষ্ঠ ও সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেরেছি।