সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

কাঠালিয়ায় সাংবাদিক পরিচয়ে প্রত্যারনার অভিযোগ

কাঠালিয়ায় সাংবাদিক পরিচয়ে প্রত্যারনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিক পরিচয়ে এক নারীকে ধর্মবোন ডেকে চার লক্ষাধিক আত্মশাতের অভিযোগ উঠেছে লিমন হোসেন নামের যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে। অভিযুক্ত লিমন হোসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। লিমন হোসেন নিজেকে সময় নিউজ বিডি কমের সাংবাদিক পরিচয় দিতো।

ভুক্তভোগী নারী রাহিমা বেগম জানান, ২০২২ সনের জুন মাসে মোবাইল ফোনের রং নম্বরের পরিচয় হয় মো.লিমন হোসেন (২৬) নামের এক যুবকের সাথে। সময় নিউজ বিডি ডটকম পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় লিমন। এরপর থেকে প্রায়ই তাদের মধ্যে ফোনে কথা হতো। এক পর্যায় ওই নারীকে ধর্ম বোন ডাকে লিমন।

গত বছরের ডিসেম্বর মাসে বোনের সাথে দেখা করতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌর শহরে আসে সে। সেখানে দু’জনার দেখা হয় এবং কথা হয়। কিছুদিন পর গাড়ী কেনার জন্য ওই নারীর কাছে টাকা ধার চায় লিমন। তার কথায় বিশ্বাস করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। স্থানীয় একজনের কাছ থেকে সুদে এবং ব্রাক থেকে লোন উত্তোলন করে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক বানাই শাখা ও মোবাইল বিকাশে ৩ লক্ষ টাকা পাঠায় লিমনকে। গাড়ী কিনতে আরো দের লক্ষ টাকা লাগবে বলে জানায় লিমন।

আবারও চড়া সুদে টাকা এনে গত ২৭ ফের্রুয়ারী ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এক লক্ষ ৩৭ হাজার টাকা পাঠায় লিমনকে। এ টাকা পাওয়ার পর থেকে লিমনের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন মাধ্যমে লিমনের সন্ধান জানান চেষ্টা করে ভুক্তভোগী নারী। সম্প্রতি একটি মাধ্যমে জানতে পারেন গত ৩০ এপ্রিল লিমন মাদকসহ ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের হাতে আটক হয়েছে। লিমনের এলাকায় খোঁজ নিয়ে জানতে পারেন সে একজন মাদক ব্যবসায়ী ও প্রত্যারক।

এ ব্যাপারে কলাপাড়ার সাংবাদিকদের সাথে কথা বললে, তারা জানান, লিমন হোসেন নামের কোন সাংবাদিকের নাম শুনেন নাই। অভিযুক্ত লিমন হোসেনের মোবাইল ফোন নম্বর (০১৭১২-২৯৯৫৮৯) একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।  এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওই নারী।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana