শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর :
কাঠালিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশেষ ক্যাম্প উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হক মিতু।
বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: নাঈম আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. সোহানুর রহমান, মো. জাকির হোসেন, পরিদর্শক মো. ইস্রাফিল তালুকদার শুভ প্রমূখ।
সভায় সল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে বিশেষ ক্যাম্প ১৪ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত উদযাপনের জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।