শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইউনিয়ন বিএনপির দুই নেতার চাঁদা নেওয়ার সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন মোমবাতি জ্বালিয়ে পড়ার সময় অ’গ্নি’দ’গ্ধ হয়ে কলেজ ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের নামে মিথ্য মামলা কাঠালিয়ায় যে প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ কাঠালিয়ায় সাংবাদিক ফারুক হোসেন খানের ছেলে রাফি পেলেন জিপিএ-৫ ঝালকাঠি জেলায় আনুষ্ঠানিকভাবে প্রথম ছাত্রশিবিরের প্রধান কার্যালয় উদ্বোধন ঝালকাঠিতে টাস্কফোর্স টিমের অভিযান, দু’জন ব্যবসায়ীকে জরিমানা কাঠালিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১ শিক্ষার্থী পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মা’রা গেল খামারির ৬টি গরু ঝালকাঠিতে জমজমাট ভাসমান আমড়ার হাট
কাঠালিয়ায় সরকারি কালর্ভাটের ইট টেন্ডার ছাড়াই ক্লাবের নামে নিয়ে বিক্রি

কাঠালিয়ায় সরকারি কালর্ভাটের ইট টেন্ডার ছাড়াই ক্লাবের নামে নিয়ে বিক্রি

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জয়খালী গ্রামের সুপির পোল নামের এলাকার সরকারি একটি পুরানো কালর্ভাট এর প্রায় ১০ হাজার ইট জয়খালী একটি কৃষি ক্লাবের নাম ভাঙ্গীয়ে এলাকাবাসীর কাছে বিক্রি করার প্রমান সরেজমিনে গিয়ে পাওয়া গেছে।

জানাগেছে, মোঃ মাহজামানের পুত্র মোঃ মিরাজ ও বীর মুক্তি যোদ্ধা মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ ইমন লেবার দিয়ে জয়খালী গ্রামে একটি রকারি পুরানো কালর্ভাটের দুই পাড়ের প্রায় ১০ হাজার ইট নিয়ে এলাকার মোঃ শাহজামান, মোঃ হুমায়েন চকিদার, মোঃ স্বপন, মোঃ নাইম, মোঃ মন্নান ও মোঃ নুরহুদাসহ নাম না জানা আরো অনেকের কাছে বিক্রি করেন। এলাকাবাসীর অভিযোগ সরকারি মালামাল টেন্ডার ছাড়া কি ভাবে নিয়েছন আমাদের জানানেই। অভিযোগকারী মোঃ ইমনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জয়খালি কৃষি ক্লাব সংস্কার করার জন্য পুরানো কালর্ভাটের মালামাল (ইট) নেয়ার জন্য আবেদন করেন, পরে চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ শিকদার, অত্র পরিষদে রেজুলেশন করে ইট নেয়ার অনুমতিদেন।

এ ব্যাপারে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদকরের কাছে জানতে চাইলে তিনি জানান, জয়খালী গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন জয়কালী কৃষিক্লাব সংস্কার করার জন্য পুরানো কালর্ভাটের ইট চেয়ে আবেদন করলে পরিষদে রেজুলেশন করে তাদেরকে ইট নেয়ার জন্য বলা হয় কিন্তুু বিক্রির জন্য ইট দেয়া হয়নি, যদি ইট বিক্রি করে থাকেন তাদেরকে জরিমানা করা হবে। ঘটনার সময়ে এলাকাবাসী মোবাইলের মাধ্যমে কাঠালিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে জানালে তিনি সাথে সাথে মহল্লাদারকে সরেজমিনে পাঠালেও কোন সুফল পায়নি এলাকাবাসী। এ ব্যাপারে কাঠালিয়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিজানুর রহমানের কাছে জানতে চেয়ে মোবাইল করলেও তিনি মোবাইল রিসিভ করেনি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana