শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সমাজকল্যাণ কমিটির অনুকুলে বরাদ্দকৃত ১১ জন দু:স্থ, অসহায়, মেধাবী দরিদ্র ছাত্র, সড়ক দূর্ঘটনায় আহত ও চিকিৎসাধীন অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ এস এম সামিমুল ইসলাম।
আরও পড়ুন : সাপে কাটা রোগীর চিকিৎসার ওষুধ নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে