রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. মাইনউদ্দিন নিউটন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা পর্যায় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ ঘোষনা করেন। এর আগে গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২২ যাছাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এতে ১৩২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে মূল্যায়ণ শেষে ৬৯নং পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনউদ্দিন নিউটন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়।