রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রার্থী মো. ফাইজুল আলম সিদ্দিকি ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দার, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির খান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোকন সিকদার, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. সাইদ আহমেদ জিসান, উপজেলা শ্রমিক লীগের নেতা রাজু প্রমূখ।