মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. আমিরুল ইসলাম, মো. মিঠু সিকদার, শিশির দাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম প্রমূখ।