বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে অরাজনৈতিক ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান “শঙ্খচিল ফাউন্ডেশন বিণাপানি”। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার বিণাপানি বাজার এলাকায় সংগঠনটির নিজস্ব অর্থায়নে ২০জন নারী-পুরুষকে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করে।
এসময় শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মহসিন, মো. মসিউর রহমান, মাহমুদ হাসান, মো. রাহাত আকন, দিপ্ত বল, রুবেল গাজী, আশিশ চক্রবর্তীসহ শঙ্খচিল ফাউন্ডেশন বিণাপানি এর সদস্যরা উপস্থিত ছিলেন।
‘জীবন আছে যতদিন, দ্বীন দুঃখির পাশে ততদিন’ স্লোগানে নিয়ে অরাজনৈতিক ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান “শঙ্খচিল ফাউন্ডেশন বিণাপানি” করোনাকালীন সময়ে ১৯ ফেব্রæয়ারি ২০২১ সালে যাত্র শুরু করে।