শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সেচ্ছাসেবী সংগঠন শঙ্খচিল ফাউন্ডেশন বিনাপানির প্রথম বর্ষপূর্তি নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় উপজেলার বিনাপানি কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কটা ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) এইচ এম শাহিন, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ মাসউদুল আলম, পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল হোসেন শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মঞ্জুরুল কবির পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মহসিন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান।
শঙ্খচিল ফাউন্ডেশনের সভাপতি চয়ন ঘড়ামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চিকিৎসক সোহাগ মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ তফাজ্জেল হোসেন খলিফা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান মামুন প্রমুখ। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী ও কম্বর বিতরণ করা হয়।