সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সেচ্ছাসেবী সংগঠন “রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘ” এর উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় প্রায় দুই শতাধিক নারী পুরুষের মাঝে ঢাকাস্থ ব্যবসায়ী মোফাজ্জল হোসেন এর আর্থিক সহযোগীতায় এ শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আতিকুর রহমান রুবেল। সভাপতিত্ব করেন শৌলজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম তালুকদার। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।