মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা বিষয়ক সভাঅনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. আমিরুল ইসলাম ফোরকান, মো. মাহমুদ হোসেন রিপন, মো. হারুন অর রশিদ, শিশিরদাস, মিঠু সিকদার প্রমূখ।
একই দিন সাড়ে বারটায় উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।