বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন (এমপি) এর পক্ষ থেকে শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখার আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংসদ সদস্য বজলুল হক হারুন।
কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) উপজেলা শাখার সভাপতি মো. আমিরুল ইসলাম লিটন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তরুন সিকদার, বিনাপানি কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা পরিষদ সদস্য রেবা রানী মন্ডল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি (কামরুজ্জামান) সুশীল চন্দ্র মিস্ত্রী।
উপজেলা শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সাধারণ সম্পাদক এমএম তারিকুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, উপজেলা শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান শহীদ গোলদার, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জমাদ্দার, প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার, শিক্ষক মো. মহসীন খান প্রমুখ।