শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

কাঠালিয়ায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে মামলা

কাঠালিয়ায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে মামলা

কিশোরীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ার ঝোড়খালী দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও পাটিখালঘাটা ইউনিয়নের দক্ষিণ মরিচবুনিয়া গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে হাফিজা আক্তারকে (১২) একই এলাকার দুই যুবকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার (১৩ মে) হাফিজার মা রাহিমা বেগম বাদী হয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একই গ্রামের পান্না জমাদ্দারের ছেলে শফিক জমাদ্দার (১৮) ও মান্নান খানের ছেলে জহির খান (১৯) কে আসামী করা হয়েছে।

ভিকটিম মাদ্রাসার ছাত্রী হাফিজা আক্তার সাংবাদিকদের জানায়, গত ৯মে সোমবার রাত দশটার দিকে হাসান নামের এক ছেলে তাকে ফোন দিয়ে জরুরী একটু কথা আছে জানিয়ে ঘরের সামনে নামতে বলে। সে বাইরে বের হয়ে একটু সামনে আসলেও হাসানকে কোথাও না দেখে ঘরে ফিরে যেতে শুরু করে। তখন পেছন থেকে দুটি লোক তার মুখ চেপে পার্শবর্তী খালের ওপারে বাগানের মধ্যে টেনে নিয়ে যায়। প্রথমে তাদের না চিনলেও পরে সে দেখে তাদের গ্রামের জহির ও শফিক। এসময় তারা জোরপূর্বক তাকে ধর্ষনের চেষ্টা করলে ধস্থাধস্তির এক পর্যায়ে তাদের ধাক্কা দিয়ে সে চলে আসতে সক্ষত হয়। তবে জোর-জবরধস্তির এক পর্যায়ে তারা গায়ের জামা টেনে ছিড়ে ফেলে ও পড়নের ওড়না টেনে রেখে দেয়।

মামলার বাদী রহিমা বেগম বলেন, রাত দশটার দিকে আমার মেয়ে বাইরে থেকে হঠাৎ কাঁপতে কাঁপতে ঘরে আসলে তার জামাকাপড় ছেড়া, ওড়না গায়ে নেই ও গায়ে কাদামাটি মাখা দেখে কারন জানতে চাই। উত্তরে সে কান্নায় ভেঙ্গে পরে পুরো ঘটনা আমাকে বললে পরিবারের সকলের সাথে আলাপ করে ১৩ মে শুক্রবার কাঠালিয়া থানায় শফিক ও জহিরের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মামলা দায়ের করেছি ।

ঘটনার পর শফিক ও জহির পলাতক থাকায় তাদের এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া না গেলেও শফিকের বাবা পান্না জমাদ্দার বলেন, আমার ছেলে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। আসলে এই মেয়ে তার প্রেমিকের সাথে দেখা করার জন্য এতো রাতে বাইরে রাস্তায় বেড় হয়। এসময় রাস্তা থেকে যাওয়ার পথে আমার ছেলে শফিক ও তার বন্ধু জহির দেখে ফেললে তাদের ধমক দেয়ায় ওরা দৌড়ে বাড়িতে চলে যায়। এখন ঘটনা ধামাচাপা দিতে ও ধমক দেওয়ার ক্ষোভে মেয়েটির মা তাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা করেছে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী জানান, ধর্ষণের চেষ্টায় ছাত্রীর মা বাদী হয়ে দু’জনকে আসামী করে থানায় মামলা করেছেন। আসামীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যহত আছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana