সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় মাথায় নারিকেল পড়ে ঈসা খান নামের এক বছর চার মাস বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার আমুয়া গ্রামের ১নং ওয়ার্ডের শিশু ঈসা খানের নানা বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ঈসা খান আমুয়া ইউনিয়নের ছোনাউটা (মোল্লাখালী) গ্রামের মো. শহীদুল ইসলাম খানের পুত্র।
স্বজনরা জানান, সকালে শিশু ঈসার শরীরে রোদ লাগানোর জন্য শিশুটির মা কোলে করে বাড়ির উঠানে বসেন।
এসময় উপর থেকে নারিকেল গাছের একটি নারিকেল শিশু ঈসার মাথার উপর পড়ে। এতে গুরুতর আহত হয় শিশু ঈসা খান।
পরে শিশুটিকে স্থানীয় আমুয়া হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শিশুটির মৃত্যু হয়। মায়ের কোলে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।