মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকঠির কাঠালিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘স্মার্ট ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার এ উপলক্ষে র্যালিত্তোর এক আলোচনা সভা উপজেলা ভূমি অফিস সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন প্রমূখ। সভায় বক্তারা জানান, আগামী ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ পালিত হবে বলে জানান।