শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
মো. মহসীন খান:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিণাপাণি বলতলা গ্রমের ব্যবসায়ী নান্না মুন্সির বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের মারধরের শীকার হয়ে গৃহকর্তা নান্না মুন্সি (৪৬)ও তার স্ত্রী আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ ডাকাতরা ২৫ভরি স্বর্ণালংকারসহ ২০লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
গৃহকর্তা নান্না মুন্সি জানান, মঙ্গলবার (০১ ফেব্রæয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৬-৭ জনের দেশীয় অস্ত্রে সজ্জিত (দা, কুড়াল, শাবল ও রড) একটি ডাকাত দল গ্রীল দিয়ে দোলতা ভবনের উপরের পকেট গেট খুলে ভিতরে ঢুকে আমাকে ও আমার স্ত্রীকে মারধোর করে রশি দিয়ে বেঁধে রাখে ও আতংক সৃষ্টি করে। এরপর দু‘ঘন্টা তান্ডপ চালিয়ে ষ্ট্রীলের আলমিরা, সুকেজ ও ওয়ারড্রোপ ভেঙ্গে জিনিসপত্র তছনছ করে ঘরে রাখা আমার স্ত্রী ও সম্প্রতি বিবাহিত আামার একমাত্র মেয়ের ২৫ভরি স্বর্ণালংকার, নগদ ১লাখ ২৫ হাজার টাকাসহ ২০লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
কাঠালিয়া থানা ওসি মো. মুরাদ আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।