বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহাস্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা গতকাল রবিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতেমা খানম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিমল চন্দ্র সমদ্দার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, কাঠালিয়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আরিফ মাহমুদ সেরনিয়াবাদ, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. আতিকুর রহমাœ টুলু খান, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাব হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী বক্স, বীর মুক্তযোদ্ধা মো. শাহজাহান মাস্টার প্রমুখ।
এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ২১বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরুস্তার বিতরণ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।