শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের আউরা খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোর রাতের কোন এক সময় কে বা কাহারা খালের পানিতে মাছ শিকারের জন্য বিষ প্রয়োগ করে। এতে ওই খালে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ পানিতে ভেসে ওঠে।
পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা মিলনসহ অনেকে জনান, মাছ শিকারের জন্য রাতে ভাটার সময় খালের পানিতে বিষ দেয়া হয়। সকালে ঘুম থেকে ওঠে দেখি অসংখ্য চিংড়ি ও ছোট মাছ তীরে অচেতন হয়ে পড়ে আছে। এলাকার লোকজন মাছ টোকাচ্ছে। তাদের মতো আমিও নেমে কিছু মাছ ধরেছি।
আরেক বাসিন্দা ফারুক জানান, কে বা কাহারা খালের পানিতে বিষ দেয়ায় পানি নষ্ট হয়ে মাছ মরে গেছে। কয়েকদিন ধরে এমনিতেই পানি লবনাক্ত যার জন্য মানুষের ডায়রিয়া হচ্ছে। এই সময় যারা বিষ দিয়েছেন তাদের আইনের আওতায় আনা একান্ত জরুরী।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, উপজেলা সদরের আউরা খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের খবরটি শুনেছি। তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছি।