বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে র্যালিত্তোর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, থানার এস আই মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল সমদ্দার, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সিকদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মো. আবদুল হালিম।