শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
কাঠালিয়া সমিতি বরিশালের উদ্যোগে ঝালকাঠির কাঠালিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে কাম্পাসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া সমিতি বরিশাল এর সভাপতি মো. রেজাউল করিম, শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিন ছিদ্দিকী, কাঠালিয়া সমিতি বরিশালের সহসভাপতি মো. গোলাম ফারুক, সহসভাপতি এটিএম মুজিবুল হক, সাধারণ সম্পাদক মো. জিয়া ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. মঈন উদ্দিন শিকদার, প্রচার সম্পাদক মো. খায়রুল ইসলাম, বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের ডা. মো. আতিকুল ইসলাম রনি।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।