বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সরিষা, মসুর, গম, ভুট্রা, সূর্যমূখী, মুগ, খেসারী, ও সয়াবিন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনেদনা কর্মসুচীর আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে এক সভা উপজেলা কৃষি প্রশক্ষিণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ইমরান বিন ইসলাম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.বদিউজ্জামান সিকদার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো.ইব্রাহিম ও সাংবাদিক ফারুক হোসেন খান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.জামাল হোসেন ও উপজেলা কৃষক লীগের সভাপতি মো.সেলিম মোল্লা।
আরও পড়ুন : কাঠালিয়ায় আ’লীগ নেতা-কর্মীদের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ প্রদান
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি অফিসার মো. হাছিবুর রহমান, বখতিয়ার উদ্দিন শান্ত, আসাদুজ্জামান খোকন, জাহিদুল ইসলাম, অদিতি রানী, মহিবুল্লাহ সিফাত, অনুপম হাওলাদার, সুমাইয়া শারমিন ও কৃষক মো.দুলাল হোসেন প্রমূখ।
সভাশেষে উপজেলার ৬ ইউনিয়নের ৩ হাজার একশত কৃষকের মাঝে এসব সার-বীজ বিতরণ করা হয়।