শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড করে বর ও শ্বশুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবা মো. কাওসার খান (৫৫) ও বর নুর আলম জুয়েল (২৮) কে আলাদা আলাদা ভাবে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
রবিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করে কারাদন্ড দেন।
কারাদন্ডপ্রাপ্ত শ্বশুর কাওসার খান কাঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের মো. সুলতান খানের পুত্র ও বর নুর আলম জুয়েল রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের মো. আ. খালেকের পুত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে উপজেলার উত্তর চাড়াইল গ্রামের কিশোরীর (১৭) সাথে রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের মো. আ. খালেকের পুত্র নুর আলম সাথে বিয়ে দেয়। ওই কিশোরী গ্রামের একটি মাদরাসার দশম শ্রেনীর ছাত্রী। রবিবার দুপুরে তাদের গ্রামের বাড়িতে মেয়েটির বিবাহত্তোর খাওয়া-দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাল্য বিবাহের সব আয়োজন পন্ড করে দেয়া হয়।
এ ছাড়া অপ্রপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেয়ার দায়ে মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের এবং বিয়ে করার দায়ে বর নুর আলম জুয়েল কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। কারাদন্ড প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেয়ার দায়ে মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের এবং বিয়ে করার দায়ে বরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তাদের দুইজনকে থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।