সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বাল্য বিবাহের অপরাধে কবির হোসেন নামের এক কনের বাবাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান এর ভ্রাম্যমান আদালত কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত কনের বাবা কবির হাওলাদার(৫০) কাঠালিয়া উপজেলার জয়খালী গ্রামের মৃত. আনছারী হাওলাদারের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেয়ার দায়ে মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।