বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সড়কে এ উপলক্ষ্যে একটি শোভাযাত্র হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. আবদুল হালিম, ইউপি সদস্য মাদল মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে।