সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় গাদা ফুলের বাগানে চাষকৃত ৫টি গাঁজা গাছসহ মো. হাসিব হাওলাদার (১৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামের উকিল বাড়ির পুকুর পাড়ের একটি গাদা ফুলের বাগানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ গাঁজা চাষীকে আটক করে পুলিশ। আটককৃত হাসিব হাওলাদার ওই গ্রামের স্বপন হাওলাদারের ছেলে। অভিযান পরিচালনা করেন থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন সহ পুলিশের একটি দল।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, আটককৃত হাসিব হাওলাদারের ফুল গাছের খেতের মধ্যে গাঁজা গাছ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫টি গাঁজা গাছ সহ তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে গত ১১ মার্চ (শনিবার) উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের উত্তর মরিচবুনিয়া গ্রাামের (৭নং ওয়ার্ড) বেপারি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ২০৭টি গাঁজা গাছসহ গাঁজা চাষী রমেন বেপারি (৬০) কে গ্রেফতার করে।