বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:২২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল (দি-নিউন্যাশন), সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন খান (সমকাল ও শতকন্ঠ), সাধারন সম্পাদক মাসুদউল আলম (বাংলাভিশন ও মানবজমিন), যুগ্ন সাধারন সম্পাদক শহীদুল আলম (যুগান্তর ও জিটিভি), নির্বাহী সদস্য মো. আবদুল হালিম (ইত্তেফাক), সাংঠনিক সম্পাদক মাইনুল ইসলাম রিয়াজ (কালবেলা), সাকিবুজ্জামান সবুর (আজকের পত্রিকা ও ৭১ টেলিভিশন), মো. মাসুম বিল্লাহ জুয়েল (খোলা কাগজ), নাসির উদ্দিন আকাশ (বিজয় টিভি ও ভোরের কাগজ), মাসুম বিল্লাহ (মোহনা টিভি), মঞ্জুরুল কবির পারভেজ (দৈনিক বরিশাল সময়), সরোয়ার হোসেন (আজকের বরিশাল), মাওলানা খাইরুল আমিন ছগির (আজকের বার্তা), মো. জাহিদুল ইসলাম (বাংলাদেশে খবর) ও মাওলানা জাকির হোসেন (সংগ্রাম) প্রমূখ।