সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শতভাগ ভর্তি ও ঝরেপড়া রোধে ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় গত ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত এ নির্বাচন কার্যক্রম চলে।
এতে উপজেলা ১৩২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ সহস্রাধিক শিক্ষার্থী ভোটে অংশ নেয়। ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরাই এ নির্বাচনে ভোট প্রদান করে।