বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

কাঠালিয়ায় প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি, নারীসহ আহত-৩, ১৯ লক্ষ টাকার মালামাল লুট

কাঠালিয়ায় প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি, নারীসহ আহত-৩, ১৯ লক্ষ টাকার মালামাল লুট

কাঠালিয়ায় প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি, নারীসহ আহত-৩, ১৯ লক্ষ টাকার মালামাল লুট

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সৈয়দপুর কচুয়া গ্রামের দুই সহদর প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতের হামলায় এক নারীসহ তিন জন আহত হয়েছে। ডাকাতরা ২০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা সৈয়দপুর কচুয়া গ্রামের সৌদি প্রবাসী শামীম ঘরামী ও কুয়েত প্রবাসী মশিউর রহমান ঘরামীর ঘরে এ দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়। অস্ত্রে সজ্জিত ১২/১৩ জনের মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

এ সময়ে তাদের হাতে বন্দুক, পিস্তলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা লোকজনদের হাত-পা বেঁধে এলোপাথারি মারপিট করে ডাকাতরা। ডাকাতের মারপিটে গৃহকর্তা মনির হোসেন ঘরামী (৫০), সৌদি প্রবাসী শামীমের স্ত্রী নাছরিন বেগম (৩৫), পিতা মোঃ আবুল হোসেন ঘরামী (৭০) আহত হয়। ডাকাতরা নগদ ২ লক্ষ তিন হাজার টাকা, স্বর্ণ অলঙ্কার ও মূল্যবান মালামাল সহ ১৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খরব পেয়ে কাঠালিয়া থানার পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থান পরিদর্শন করেন।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana