বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

কাঠালিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ৮৩টি ঘরে বিদ্যুৎ সংযোগ

কাঠালিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ৮৩টি ঘরে বিদ্যুৎ সংযোগ

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ও চেঁচরী রামপুরে ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহারের ভূমিহীন- গৃহহীনদের ৮৩টি পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এ বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন।

এসময় ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার রাজন কুমার দাস উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপহার ‘আশ্রয়ন-২’ প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের আন্তরিকতা ও সফল চেষ্টায় ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ দেন। নির্মিত ঘরে বিদ্যুৎ সংযোগ পেয়ে উপকারভোগীদের মধ্যে হাসি ফুটেছে। আলোকিত হয়েছে ভূমিহীন- গৃহহীন পরিবারগুলো।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে এ উপজেলায় ভূমিহীন- গৃহহীনদের প্রথম পর্যায়ে ৫০টি ঘর এবং ২য় পর্যায়ে ৩২৮টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।

গত ২০জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশে একযোগে শুভ উদ্বোধন করেন।

ইতিমধ্যেই পরিবার গুলোকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana