শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তীব্র গরমের মধ্যেই সুখবর দিল আবহাওয়া অফিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নির্দেশনা বিএনপি বহিষ্কার করল ৭৩ জনকে কাঠালিয়ায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করলেন মুসল্লিরা গাবখান টোল ট্রাজেডি নিহত সেই ভিক্ষুক শহিদের পরিবারের পাশে রক্তযোদ্ধারা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ কাঠালিয়ার কাপড় ব্যবসায়ী মাহতাব উদ্দিনের দাফন সম্পন্ন বৃষ্টির জন্য কাঠালিয়ায় ইস্তিসকার নামাজ আদায় ঝালকাঠিতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করলেন মুসল্লিরা তাপপ্রবাহে তৃষ্ণার্তদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছে সামাজিক সংগঠন ইয়াস
কাঠালিয়ায় পুলিশ ফাড়ির এক কনেষ্টবলকে চাঁদাবাজীর অভিযোগে গনধোলাই

কাঠালিয়ায় পুলিশ ফাড়ির এক কনেষ্টবলকে চাঁদাবাজীর অভিযোগে গনধোলাই

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনেষ্টবল (কঃ নং-৩২৫) মিখাইল আজম ভূয়া পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে গনধোলাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে তাকে থানায় সোপর্দ করে স্থানীয় জনতা।  শনিবার (১জানুয়ারী ) সন্ধ্যায় পার্শবর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরী এলাকায় এ ঘটনা ঘটে।

ভান্ডারিয়া থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে বিষয়টি ঝালকাঠি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানলে রাতেই ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঝালকাঠিতে এনে পুলিশ লাইনসে রাখা হয়েছে বলে জানাগেছে।

ভান্ডারিয়া থানা পুলিশ ওসি (অপারেশন) মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ইকরী এলাকার লোকজন মিখাইল আজম কে ভূয়া পরিচয়ে চাদাবাজীর অভিযোগে আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধা করে নিয়ে আসে। এসময় সে নিজেকে তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কনেষ্টবল পরিচয় দিলে বিষয়টি ঝালকাঠি পুলিশের উর্ধতন কর্তপক্ষকে জানান হয়।

কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাহাবুবুল ইসলাম জানায়, শনিবার বিকালে কনেষ্টবল মিখাইল একটি মামলার সোমনাদেশ নিয়ে উপজেলার বানাই গ্রামে বিবাদীর বাড়ীতে যায় । তাকে বাড়িতে না পেয়ে পার্শবর্তী ভান্ডারিয়ার ইকরী বাজারে গেলে তার সাথে ঝামেলা হয়। ভান্ডারিয়া থানার এসআই মাসুদ ফোন দিয়ে ঘটনা জানায় ও ভান্ডারিয়া থানার ওসি তাকে নিয়ে যায়। বর্তমানে কনেষ্টবল মিখাইল ঝালকাঠী পুলিশ লাইনসে রয়েছে।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana