সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় খালের পানিতে ডুবে আরিফা(৫) নামের এক শিশুর মৃ’ত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরিফা ওই গ্রামের আমির হোসেন খানের নাতি সুমন খানের মেয়ে।
জানায়ায়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বাড়ির সামনের খালে গোসল করার সময় আরিফা পানিতে ডুবে যায়। পরে স্বজনরা খোঁজাখুজি করে তার মৃত দেহ উদ্ধার করে।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন বলেন, উত্তর বলতলা আমির হোসেন খানের নাতি সুমনের কন্যা মোসাম্মৎ আরিফা(৫) বাড়ির সন্মুখের খালে গোসল করার সময় পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে আমি তাৎক্ষণিক অফিসার ইনচার্জ কাঠালিয়াকে অবহিত করে ঘটনাস্থলে যাই। সাথে সাথে ইন্সপেক্টর তদন্ত এইচএম শাহিন, এসআই মোঃ রিয়াজ, এএসআই মোঃ সজল, মোঃ মন্জুরুল হক ঘটনাস্থলে পৌছে সর্বিক প্রাথমিক তদন্ত করে কারো কোন আপত্তি না থাকায় মৃতদেহ আমার মাধ্যমে অভিবাবকদের নিকট হস্তান্তর করা হয়।