বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
চেক জালিয়াতির মামলায় এক বছরের সাঁজা ও দশ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত হওয়ায় ঝালকাঠির কাঠালিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বদরুদ্দোজা সিকদার রিমনকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক জুলিয়া খাতুনের স্বাক্ষরিত এক চিঠিতে (স্মারক নং- পসব্য/প্রকা/প্রশা-২২(৩৩০)/২০২২/৮২৩৪) এ আদেশ প্রদান করা হয়। আদেশের কপি বরখাস্তকৃত বদরুদ্দোজা সিকদারসহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, উপজেলা নির্বাহী অফিসার, কাঠালিয়াসহ বিভিন্ন শাখায় পাঠনো হলে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর ঝালকাঠির একটি আদালতে চেক জালিয়াতির মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং দশ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত হওয়ায় সরকারি কর্মচারী অধ্যাদেশ (১৯৮৫-এর ৩ (১) ধারা অনুযায়ী তাকে পল্লী সঞ্চয় ব্যাংকের চাকুরি হতে বরখাস্ত হয়।