মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পল্লী বিদ্যুৎতের সাব-ষ্টেশনে ডাকাতির প্রস্তুতিকালে মো. কামরুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে অফিসের লোকজন ও স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বান্দাঘাটা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশন অফিসে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃত যুবক কামরুল ইসলাম নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় পল্লী বিদুৎ কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।
কাঠালিয়া পল্লী বিদ্যুৎ অফিসের লাইনক্রু শাহিন হাওলাদার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে লেভেল ওয়ান তারের ড্রাম নেওয়ার সময় আমরা শব্দ পাই। এসময় তারা ৮-১০ জন ছিলো। সবার হাতে দেশীয় অস্ত্র ছিলো। আমরা ডাক চিৎকার দিলে তারা পালিয়ে যায়। তখন কামরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। এরপর কাঠালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কাঠালিয়া পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশন কর্মকর্তা মো. হামিম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ৮/১০ জনের একটি ডাকাত দল ওয়ালের উপরে থাকা তারকাটা কেটে ভিতরে ঢুকে পড়ে। এসময় অফিসের লোকজন টেরপেয়ে জানালা দিয়ে রুমের বাহিরে তাকিয়ে দেখেন দাও, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘোড়াঘুরি করছে। তখন তারা ডাকাত বলে ডাক চিৎকার করেন এবং মোবাইলে লোকজনকে জানান। মূহুর্তের মধ্যে এলাকাবাসী ও অফিসের লোকজনের তাড়া খেয়ে সবাই পালাতে পারলেও কামরুল নামের একজন ডাকাত ধরা পড়ে। পরে ওই রাতেই তাকে পুলিশ সোপর্দ করা হয়।
কাঠালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহিন বলেন, গতরাতে পল্লী বিদ্যুৎ অফিসের তার নেওয়ার সময় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে অফিসে স্টাফরা। বর্তমানে সেই যুবক আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।