বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
বার্তা ডেস্কঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ৩ ইউপিতে নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনায় ৩টি মামলা হয়েছে। এ অগ্নিসংযোগ ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে।
বুধবার রাতে কাঠালিয়া উপজেলার আমুয়া, শৌলজালিয়া ও আওরাবুনিয়া ইউনিয়নে পৃথক নৌকার তিনটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা হয়।
পাটিখালঘাটা ইউনিয়নের দক্ষিণ মরিচবুনিয়া এলাকায় নৌকার নির্বাচনী কার্যালয় পোড়ানো মামলার এজাহারভূক্ত আসামি জাহাঙ্গীর হোসেন (৪২) নামের একজনকে আজ সন্ধ্যায় গ্রেফতার করেছে থানা পুলিশ।
জাহাঙ্গীর হোসেন মরিচবুনিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।