বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

কাঠালিয়ায় নাসিরের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

কাঠালিয়ায় নাসিরের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় ইজবাইক চালক নাসির উদ্দীনের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (০৬ মার্চ) রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে নাসিরের শিশু-সন্তান, স্ত্রী, মা ও ভাইসহ পরিবারের সদস্য এবং এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে হত্যাকারীর ফাঁসির দাবি জানান। বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ দুই ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, আওয়ামী লীগ নেতা মোঃ তরুন সিকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম. এম. তারিকুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাসিব ভূট্টো ও নাসিরের ভাই জমিস, বশির ও স্ত্রী।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রæয়ারি অটোসহ নাসির নিখোঁজ হন। পরের দিন মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরে কেয়াবন থেকে পিছমোড়া হাত বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দু’দিন পর উপজেলা বাঁশবুনিয়া গ্রাম থেকে সাকির হোসেন নামে এক যুবককে আটক করে র‌্যাব-৮। এ সময় সাকিরের আটককৃত সাকিরের স্বীকারোক্তিতে পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার চড়াইল এলাকা থেকে অটোবাইক এবং পার্শ্ববর্তী বামনা থেকে উপজেলা থেকে নাসিরের ব্যবহৃত মোবাইল উদ্ধার করে র‌্যাব।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana