বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস, উপজেলা সহকারী প্রোগ্রামের অতনু কিশোর দাস মুন।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, ইউপি সদস্য নকিরুল ইসলাম, সাংবাদিক মো. ফারুক হোসেন খান প্রমুখ।
আলোচনা সভা শেষে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. আতিকুর রহমান রুবেলকে সম্মাননা স্মারক প্রদান এবং উপজেলার ১৩জন সমবায়ীকে ৩ লাখ ২০ হাজার টাকার চেক দেয়া করা হয়।